ডেক্স রিপোর্ট -- এই প্রথম নিয়ে এলো বরিশাল বাসীর সেবায় নিয়োজিত "বরিশাল হোম সার্ভিস"।
এই টিমটি বরিশালের বিভিন্ন জায়গায় গিয়ে রোগীদের স্বাস্থ্যসেবা সহ নানা কাজ করে থাকে। তারা বিভিন্ন বাসা বাড়ি বদল সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য খাবার রান্না করেন। তাদের সার্ভিস এর মধ্যে রয়েছে রোগীদের স্যালাইন দেয়া, ইনজেকশন পুশ, হাপানী রোগীদের নেবুলাইজার, বাসা বদল, বাসা ওয়ারিং, ইলেকট্রনিক সার্ভিস, ইন্টেরিয়র ডিজাইন, খাবারের অর্ডার, রেস্টুরেন্ট ভাড়া, গাড়ি ভাড়া, মধু বিক্রয়, এ্যাম্বুলেন্স, সার্জারী ড্রেসিং, সুন্নাতে খাৎনা সহ নানা কাজ করে থাকেন। তাদের কাছ থেকে সেবা নিতে যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেইজে।
https://www.facebook.com/barishalhomeservice/
অথবা মোবাইল নাম্বার - 01757- 147127