ডেস্ক: বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে আন্তঃজেলা চোর চক্রের ওই ৫ সদস্যকে আটক করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের ধুলদী ও ফুরসা বাজারে অভিযান চালিয়ে ওই চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।আটকরা হলেন, রাজবাড়ী জেলার চরশামনগর গ্রামের আমজাদ মোল্লার ছেলে কাওসার মোল্লা (২৭), ফরিদপুর সদরের ফুরসা গ্রামের শাহিদ মাতুব্বরের ছেলে ইয়াকুব মাতুব্বর (২৩), একই জেলার সালথা উপজেলার বালিয়াগট্টি গ্রামের আকুব্বর মাতুব্বরের ছেলে ইমরান মাতুব্বর (২৫) ও একই গ্রামের হাবিব ফকিরের ছেলে মো. আবদুল্লাহ (২০) এবং ভাঙ্গা উপজেলার পুখুরিয়া গ্রামের শাহজাহান মোল্লার ছেলে রাহাত মোল্লা (২০)।ফরিদপুর র্যাব-৮ কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রহমান বলেন, আটক আসামিদের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।