সেন্টমার্টিনে যুক্ত হলো বিলাশ বহুল জাহাজ, ভিতরে যা যা থাকছে!


ডেক্স রিপোর্ট- 

পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে আবারও চালু হচ্ছে বিলাসবহুল ক্রুজশিপ ‘এমভি বেওয়ান’। আগামী ২৫ নভেম্বর সন্ধ্যায় এটি সেন্টমার্টিনের উদ্দেশে পতেঙ্গা ছেড়ে যাবে। চলতি পর্যটন মৌসুমে চট্টগ্রাম-সেন্টমার্টিনে মধ্যে নিয়মিত চলাচল করবে এ শিপ।চট্টগ্রাম-সেন্টমার্টিন নৌ-রুটেও সমুদ্রগামী বিলাসবহুল কোনো জাহাজের যাতায়াত এটাই প্রথম। এরই মধ্যে যাত্রা শুরু করেছে দেশের প্রথম সমুদ্রগামী জাহাজ এমভি কর্ণফুলী এক্সপ্রেস।কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের বিআইডব্লিউটিএ ঘাট থেকে শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় যাত্রা শুরু করে দুপুর ১টায় সেন্টমার্টিন পৌঁছায় জাহাজটি। দুপুর আড়াইটা পর্যন্ত সেন্টমার্টিনে বিরতির পর সাড়ে ৩টায় কক্সবাজারের উদ্দেশ্যে ফের রওনা দেয় বিলাসবহুল এ জাহাজটি।

১৭টি ভিআইপি কেবিনের নৌযানটিতে তিন ক্যাটাগরির প্রায় ৫০০ আসন রয়েছে। রয়েছে কনফারেন্স রুম, ডাইনিং স্পেস, সি ভিউ ব্যালকনিসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা। এর চেয়েও অত্যাধুনিক সুবিধা নিয়ে তৈরি কোম্পানির আরেক বিলাসবহুল ক্রুজশিপ ‘এমভি বেওয়ান’।

Post a Comment

Previous Post Next Post