বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এই বাইসাইকেল বিতরণ করা হয়।
২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়কসম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর উদ্যোগে এই বাইসাইকেল বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেছে নাভানা গ্রুপ।
বাইসাইকেল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এসময় তিনি বলেন, ‘মুজিব শতবর্ষে ১০০ সাইকেল প্রদান করা একটা মাইলফলক। ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে একটা নিরাপদ ক্যাম্পাস, যা ঢাবির মাস্টার প্ল্যান বাস্তবায়নে সহায়ক হবে। সাদ বিন কাদের চৌধুরী তার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রেখেছে। সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ দেই। কারণ প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করা একটি মূল্যবোধ।’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান বলেন, যে রাজনৈতিক অশুভ অপশক্তিরা ছাত্রলীগকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছিল তাদের সেই অশুভ চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। আজকে তারা নিজেরাই ছাত্র বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ বিচ্ছিন্ন নামসর্বস্ব সংগঠনে পরিণত হয়েছে।
বি এম মোজাম্মেল হক বলেন, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদমুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অতীতের ন্যায় বাংলাদেশ ছাত্রলীগ গৌরবোজ্জ্বল ও অনন্যসাধারণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাদ বিন কাদের চৌধুরী বলেন, আমাদের প্রতিশ্রুতি ছিল মুজিববর্ষে আমরা বিশ্ববিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেব। করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেটি সম্ভব হয়নি। আমাদের এই বাইসাইকেলের জন্য চৌদ্দশত শিক্ষার্থী আবেদন করেছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় তাদের ভাইবা নিয়ে ২৮০ জন বাছাই করা হয়। সেখান থেকে লটারির মাধ্যমে ১০০ জনকে বাইসাইকেলের জন্য মনোনীত করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাইসাইকেল কর্মসূচির বিচারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা, নাভানা গ্রুপ সিইও ওয়াহেদ আজিজুর রহমান, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ডাকসুর সাবেক এ জি এস সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।