লঞ্চে অগ্নিকান্ড: হতাহতের ঘটনায় বরিশাল নাগরিক সংসদের নেতৃবৃন্দের শোক

বিএনএস পিআর: ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকান্ড ও প্রায় শতাধিক নিরীহ নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন  বরিশাল নাগরিক সংসদের নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে  গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। লঞ্চে অগ্নিকান্ড ও নিহতের ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল নাগরিক সংসদের কার্যকরী পরিষদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হোসাইন খান নাছিম, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন শিকদার, সহ-সভাপতি শাহাজুল হক মল্লিক, সহ-সভাপতি রাজিব উদ্দিন হাসান, সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক আবু তাহের, সহকারী সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সুমন, সহকারী সাধারণ সম্পাদক এম স্বজল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এ কে এম ইউনুছ আলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, সহ-সাংগঠনিক দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অপূর্ব কুমার ভক্ত, সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান, বরিশাল নাগরিক সংসদ ঢাকা মহানগর শাখার সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন খান এবং সাধারণ সম্পাদক এম এ সালাম । 


বিবৃতিতে বরিশাল নাগরিক সংসদের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বরিশাল নাগরিক সংসদের পক্ষ থেকে ঝালকাঠীতে লঞ্চে অগ্নি দূর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। লঞ্চে অগ্নি দূর্ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা নাগরিক সমাজ মনে করি লঞ্চে যাত্রীদের জন্য পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিলনা এবং প্রয়োজনীয় লাইফ সাপোর্ট জ্যাকেট বা জীবন রক্ষাকারী সরঞ্জাম ছিলনা। আমরা বরিশাল নাগরিক সংসদের পক্ষ থেকে নৌ দূর্ঘটনার কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানাই। নিহতদের প্রত্যেক পরিবারকে বরিশাল নাগরিক সংসদের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে  পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। ভবিষ্যতে নৌপথে দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

Post a Comment

Previous Post Next Post