গলাচিপায় গুরিগুরি বৃষ্টি শুরু

পটুয়াখালী প্রতিনিধি --

পটুয়াখালীতে ঘুনিঝড় জাওয়াদ এর প্রভাবে ইতিমধ্যে গলাচিপায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যার দিকে কুয়াকাটা এলাকায় সাগর উত্তল থাকায় কিছুটা ঝড়ো হাওয়া দেখা দিয়েছে। পটুয়াখালী আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মাসুদ রানা বলেন, সকাল থেকে পটুয়াখালীতে বৃষ্টি হয়েছে। সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড় জাওয়ায়েদ ৮৯৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থা করছিল। এটি আরও উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
বৃষ্টির কারণে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।
মো. মাসুদ রানা বলেন, পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। তবে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post