বিয়ের আসরে ঘুমিয়ে পড়লেন কনে!

 

বিয়ের আসরে ঘুমিয়ে পড়লেন কনে। রাতভর বিয়ের আচার-অনুষ্ঠান, রীতিনীতি পালন করতে গিয়ে ক্লান্ত শরীরে যেন একটু আরাম খুঁজছিলেন তিনি। কিন্তু আচার-অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেহাই নেই। তাই বিয়ের আসনে বসেই ঝিমাতে দেখা গেল কনেকে। সম্প্রতি ভারতের নয়াদিল্লীতে এমন ঘটনা ঘটেছে।

কনেরই কোনও বন্ধু তার অগোচরে ভিডিও করেছেন। নিছকই মজাচ্ছলে। কিন্তু বিয়ের রীতিনীতি পালনে যে দীর্ঘ সময় ব্যয় হয় এবং তাতে ক্লান্তি আসাটা যে স্বাভাবিক, এই দৃশ্যের মধ্যে দিয়েও সেটাও তুলে ধরতে চেয়েছেন তিনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লেখা হয়েছে, ‘সকাল সাড়ে ৬টা। এখনও বিয়ের অনুষ্ঠান বাকি। ঘুমিয়েই পড়লেন কনে!’ বিয়ের আসরে কনের ঘুমিয়ে পড়ার দৃশ্য সচরাচর দেখা যায় না। 

কিন্তু এই তরুণীর ভিডিও প্রকাশ্যে আসতেই নেটাগরিকদের কেউ বলেছেন, ‘অসাধারণ একটি দৃশ্য দেখলাম।’ কেউ আবার কনের উদ্দেশে লিখেছেন, ‘দারুণ লাগছে।’ সূত্র: আনন্দবাজার

Post a Comment

Previous Post Next Post