নরওয়ে তারকার দিকে ইতোমধ্যেই চোখ পড়েছে ইউরোপের বড় ক্লাবগুলোর। তালিকায় আছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের নামও। তবে কারো জন্যই অপেক্ষা করবেন না হল্যান্ড, স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন বরুশিয়া ডর্টমুন্ড তারকার অ্যাজেন্ট মিনো রাইওলা।তিনি বলেছেন, ‘হল্যান্ড বার্সেলোনার জন্য অপেক্ষা করবে কি না? সে কারো জন্যই অপেক্ষা করবে না। আমাদের কোনো দলের সঙ্গেই আগে থেকে কোনো চুক্তি হয়নি। সেরা বিকল্পটাকে খুঁজছি তার জন্য, ডর্টমুন্ডে আরেক বছর থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না। সেটা এখনও সম্ভব।’
বার্সেলোনার বেহাল দশার কথা এখন সবারই জানা। অর্থনৈতিক এই অবস্থার কারণে তাদের ২১ বছরের সম্পর্ক শেষ করতে হয়েছে লিওনেল মেসির সঙ্গে। তবে তাদের এই অবস্থা দ্রুতই কেটে যাবে বলে মনে করেন রাইওলা। সর্বোচ্চ দুই বছরের মধ্যে সব ঠিক হয়ে যাবে বলে বিশ্বাস তার।
তিনি বলেছেন, ‘বার্সেলোনা সবসময়ই বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। এমনকি তাদের এখনকার অবস্থাতেও। এক-দুই বছরের মধ্যেই তারা আবার ফিরে আসবে। তাদের বেশ কয়েকটি বড় অর্থনৈতিক চুক্তিতে যাওয়ার ক্ষমতা আছে। তাদের এক বা দুই বছর লাগবে ফিরে আসতে।’